Sunday, February 14, 2021

 

চুলপড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা

                                                             Homeopathic treatment to prevent hair loss.


চুলপড়ার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষণভিত্তিক বর্ণনা

·                     ব্যারাইটা কার্ব 

·                     বোকা বুদ্ধিহীন বেটে বামন, স্মরণ শক্তি কম, ভীতু শীত কাতর, এই ধাতুর রোগীদের মাথার চুল উঠিয়া টাক পরিতে থাকিলে ব্যারাইটা কার্ব উপকারী।

·                      

·                     *লাইকোপোডিয়াম 

·                     হিংসুক লোভী কৃপন ভীরু,গরমে কাতর এই ধাতুর রোগীর অল্প বয়সে মাথার চুল উঠিয়া তালুতে টাক পরিতে থাকিলে লাইকোপোডিয়াম উপকার হয়।

·                      

·                     আর্সেনিক এলব 

·                     অত্যান্ত শীতে কাতর,সৌখিন ব্যক্তিদের মাথার স্হানে গোল গোল টাক পড়ে।এই টাকের স্হানগুলো শুস্ক খস খসে মাথার সম্মুখ দিকের চুল উঠিয়া কপাল প্রশস্ত হইতে থাকিলে আর্সেনিক এলব অব্যর্থ।

·                      

·                     টেলিউরিয়ম 

·                     মাথায় গোল গোল টাক,টাকের স্হান গুলোর মাঝে মাঝে চুলকায় চর্মরোগসহ টাক রোগে এই ঔষধ ব্যবহার করিয়া বহু রোগী আরোগ্য হইয়াছে।

·                      

·                     সিলেনিয়াম 

·                     হস্তমৈথুন,সপ্নদোষ কিংবা বাহ্যে প্রস্রাবের পর অসাড়ে শুক্রপাত হইয়া ক্রমশ জীর্ণ দুর্বল রোগীদের মাথার স্হানে স্হানে রিংগের মত গোলাকার টাক পড়ে অথবা কারো চুল উঠিয়া মাথার চাদিতে টাক পড়ায় ইহা অব্যর্থ। ভ্রু,গোফ,দাড়ী বা লিঙ্গস্হানের চুল উঠিয়া গেলেও সেলিনিয়ম উপকারী।



কেন্ট রেপার্টরির সাহায্যে চুল পড়ার সদৃশ ঔষধ নির্বাচন


++Hair 
HAIR baldness টাক:
 
Anac.apis.Bar-c.fl-ac.graph.hep., lyc.phos.sep.sil.zinc.
++ patches
তালি তালির মতApis.calc.graph.hep.lyc., phos.sep.
++ young people
তরুনদেরBar-c.sil.
++ bristling
খাড়া খাড়া : Acet-ac., acon.am-c., arn., bar-c., calc., carb-v., carl., cham.chel.cina., coc-c., dulc., lachn., lyc., mag-m., mang., merc., mur-ac.nit-ac., nux-v., puls., seneg., sil., spong., tarent., verat., zinc.
++ coming in from open air
খোলা বাতাস থেকে প্রবৃত্ত হলে : Am-c.
++ brittleness
ভঙ্গুর : Ars., bell., fl-ac., kali-c.
++ color changes
রং বদলায় : Kali-i.
++ curly, becomes
কোঁকড়ানো হয় : Mez.
++ dryness
শুকনা : Aloe., alum., ambr.bad., calc.chel., fl-ac.hipp., kali-c.med., phos.plb.psor.sec., sulph.Thu.
++ falling
পড়ে য়ায় : Alum., am-c., am-m.ambr.ant-c.ant-t., apis., ars-i., ars.arund.asc-t., aur-m-n., aur-m.aur-s., Aur.bar-c.bell., bov., bry., bufo-r., calc-p.calc-s., calc.canth.carb-an.Carb-s.Carb-v., carl., caust., chel., chin., chlol., colch., con.cop., elaps.ferr-ar., ferr-m., ferr-p., ferr.Fl-ac.form.glon., Graph., hell., hep.iod., kali-ar., kali-bi.Kali-c., kali-i., kali-n., kali-p., Kali-s., kreos., Lach., Lues., Lyc.mag-c.manc., merc-c.merc.mez.naja., nat-c., Nat-m., nat-p., Nit-ac., nuph., œna., op., osm., petr.ph-ac.Phos., plb., psor., rhus-v., sanic., sars., sec., sel.Sep.Sil.staph.sul-ac., Sulph., tab., tep., Thu., tub., ust., vesp., zinc.


++ grief, from
শোক হতেPh-ac.
++ handfuls, in
গোছা গোছা করে উঠে : Lyc., mez.Phos., sulph.
++ menopause
ঋতু কালেSep.
++ parturition, after
প্রসবান্তিকCalc.canth.carb-v.Lyc.nat-m.nit-ac.sep.Sulph.
++ pregnancy, during
গর্ভকালেLach.
++ spots in
স্থানে স্থানেApis.ars.calc-p., calc.carb-an., Fl-ac.hep.phos.psor.
++ and comes in white
টাকের স্থানে সাদা চুল গজায় : Vinc.
++ 
Foreheadকপালের : Ars., bell., hep.merc.nat-m.phos.sil.
++ 
Occiput, onমাথার পিচনেরCarb-v.chel.petr.sil., staph.
++ 
Sidesপাশ্বের : Bov., graph.kali-c., ph-ac., staph.zinc.
++ 
Templesশঙ্খস্থান : Calc., kali-c.lyc., merc., nat-m.par., sabin.

 

++ gray, becomesপেঁকে যায়Ars.graph., hipp., kali-i.kali-n., Lyc., op., ph-ac.sec., sil.sul-ac.
++ in spots
স্থানে স্থানে পাঁকে : Psor.

++ greasyতৈলাক্তBry.lyss., ph-ac.

++ lustrelessউজ্ঝলতাশূণ্য : Fl-ac., kali-n., med.psor.thu.tub.

++ painful when touchedস্পর্শে বেদনাযুক্ত : Alum., am-c.ambr., ars.asar.bell.calc., carb-v.carl.chel., chin-s., chin.cinnb.coloc.ferr.fl-ac., hep.kali-i.lac-c., nat-m., nat-s., nit-ac., nux-v.phos., puls.Sel.sep.spira., stann., sulph.zinc.

++ sticks togetherএক সঙ্গে পড়ে যায় : Bor., Mez.nat-m.psor.
++ ends at
ডগার দিকেBor.
++ tangles easily
সহজে জট বাঁধেBor.fl-ac.graph., psor., verat., vinc.

কেশপতনের হোমিওপ্যাথিক একক ঔষধ নির্বাচন রেপার্টরির সাহায্যে

Hair

Falling out (alopecia) -- Alum., Ant. c., Ars., Arundo, Aur., Bac., Bar. c., Calc. c., Calc. iod., Carbo v., Chrysar., Fluor. ac.Graph., Hyper., Kali c., Lyc., Mancin., Mez., Nat. m.Nit. ac., Petrol., Phos. ac.Phos., Pix liq., Selen.Sep., Sil., Strych. ars., Syph.Thallium, Thuya, Thyr., Sphingur., Vinca, Zinc. m.

চুলপড়ার বাইওকেমিক চিকিৎসা

ক্যালকেরিয়া ফস 
রক্ত শুন্য দুর্বল,ফেকাশে রোগীদের মাথায় চুল উঠিয়া টাক পড়ায় ইহা উপকারী।লক্ষণ অনুসারে হোমিও ঔষধ ব্যবহারের মাঝে মাঝে ক্যালকেরিয়া ফস সেবন করিলে আরো শীঘ্র উপকার পাওয়া যায়।

No comments:

Post a Comment

  চুলপড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা                                                                              Homeopathic treatment to pre...